বুধবার , ৩০ আগস্ট ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেহেদির রঙে পুড়ল সাত বছরের শিশুর হাত!

Paris
আগস্ট ৩০, ২০১৭ ৪:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নানা উৎসবের সঙ্গে যেন মেহেদির নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। শিশুরাও অহরহ মেহেদি ব্যবহার করছে। কিন্তু বাজার থেকে কেনা মেহেদির কারণে যে বিপদ হতে পারে, তা সম্পর্কে অনেকেই জানেন না। যদিও বাজার থেকে কেনা নিম্নমানের মেহেদির কারণে অনেকেরই ত্বকে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এমন এক ঘটনা দেখা গেছে মিশরে। যুক্তরাজ্যের সাত বছরের শিশু মেডিসন গালিভার সেখানে বেড়াতে গিয়ে শখ করে পার্লারে মেহেদি লাগায়। এরপর সে শিশুর ত্বকে দেখা যায় মারাত্মক প্রতিক্রিয়া।

বিষাক্ত মেহেদির রঙে তার হাত এমনভাবে ফোস্কা পড়ে যায় যে, তাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়।

জানা যায়, বাজার থেকে কেনা মেহেদিটিতে ছিল বিষাক্ত রাসায়নিক। আর সে কারণেই হাতে লাগানোর পর থেকেই তার ত্বকে শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া। প্রথমে চুলকানি এবং তা পরে প্রচণ্ড যন্ত্রণায় রূপ নেয়।

বাজার থেকে কেনা মেহেদি নামের রাসায়নিক থেকে এ ধরনের সমস্যায় অনেকেই পড়েন। বাস্তবে বাজারের অনেক প্যাকেটে মেহেদির নামগন্ধই থাকে না। এ কারণে এসব সমস্যা হয়।

তাহলে নিরাপদে মেহেদি লাগানোর উপায় কী? এ প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে কেমিকেলযুক্ত পেস্ট মেহেদি নয় বরং তাজা মেহেদি লাগান। এখন বাজারেই পাওয়া যায় মেহেদির পাতা। সেগুলো নিয়ে বাসায় বেটে তারপর তা লাগান। এর রং যদি গাঢ় না হয় তাহলে সেজন্য ব্যবস্থা রয়েছে। কিন্তু বাজারের কেমিকেলযুক্ত মেহেদি এড়িয়ে চলুন।

সূত্র : ডেইলি মেইল

সর্বশেষ - বিচিত্র