বুধবার , ২০ জুলাই ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেহজাবিনের ফেসবুক ফলোয়ার ১ কোটি ছাড়ালো

Paris
জুলাই ২০, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

দেশের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় নাম মেহজাবীন চৌধুরী। মোহনীয় হাসি নিয়ে দর্শকদের মন কেড়ে দিয়েছেন এই তারকা। এবার সেই জনপ্রিয়তার জের পৌঁছালো এই নায়িকার ফেসবুক প্রোফাইলে। তার ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে।

দেশের শোবিজ জগতের প্রথম তারকা হিসেবে ফেসবুকে ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন চিত্রনায়িকা পরীমণি। এরপর দেড় কোটির সীমানাও ছাড়িয়ে যান তিনি। দ্বিতীয় তারকা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেন নন্দিত উপস্থাপক, পরিচালক ও লেখক হানিফ সংকেত।

চিত্রনায়িকা পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসান খানও কোটির ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছেন। তাদের দু’জনেরই অনুসারী ৯৮ লাখ। মাস খানেক আগেও মেহজাবীন তাদের পেছনে ছিলেন। তবে ঈদের সময়টাতে নতুন নাটকের সুবাদে নিয়মিত পোস্ট দিয়েছেন এবং লাইভে এসেছেন। এর ফলে দ্রুত তার ফলোয়ার বেড়ে যায়। তাই তাহসান-পূর্ণিমাকে পেছনে ফেলে পরীমনির কাতারে পৌঁছে যান মেহজাবীন।

ভক্তদের এই অসামান্য ভালোবাসায় উচ্ছ্বসিত মেহজাবীন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেন, এটা আমার জন্য সম্মানের। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ আমি। তারাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তাদের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন