সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেসির ৪০০তম লিগ গোলে বার্সার জয়

Paris
জানুয়ারি ১৪, ২০১৯ ৯:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যাইবারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে রবিবার জোড়া গোলের সঙ্গে অন্যটি বানিয়ে দিয়েছেন লুইস সুয়ারেস। কিন্তু এক গোল করেই শিরোনাম হলেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০তম গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লা লিগায় টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বার্সেলোনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতিলেতিকো মাদ্রিদের (৩৮) সঙ্গে আবারও ৫ পয়েন্টের ব্যবধান বাড়াল এর্নেস্তো ভালভারদের দল।

প্রথমার্ধে লক্ষ্যে নেওয়া একমাত্র শটে গোল করেন সুয়ারেস। ১৯ মিনিটে ফিলিপ্পে কৌতিনিয়োর সঙ্গে বল বিনিময়ে অ্যাইবারের রক্ষণ ভেদ করে বক্সে ঢোকেন তিনি। তারপর ব্রাজিলিয়ান তারকার পাস থেকে ১-০ গোলে স্বাগতিকদের এগিয়ে দেন উরুগুয়ান স্ট্রাইকার। অ্যাইবারের বিপক্ষে এনিয়ে টানা ষষ্ঠ ম্যাচে লক্ষ্যভেদ করেন সুয়ারেস।

পিছিয়ে গেলেও অতিথি দলটি সমতা ফেরানোর সম্ভাবনা তৈরি করেছিল ২৬ মিনিটে। রুবেন পেনার ক্রসে লক্ষ্যে হেড করেছিলেন সের্হি এনরিক, কিন্তু তার শট মার্ক আন্দ্রে টের স্টেগেনের কঠিন পরীক্ষা নিতে পারেনি। বল গোলপোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে জায়গা করে নেয়।

বিরতির কিছুক্ষণ আগে কৌতিনিয়ো অ্যাইবারের বক্সে পড়ে গেলে পেনাল্টির দাবি করে বার্সা। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে সেটা বাতিল করে দেন।

প্রথমার্ধে ঢিলেঢালা পারফর্ম করলেও বার্সা ঘুরে দাঁড়ায় বিরতির পর। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সুয়ারেসের পাস থেকে বেশ জায়গা করে নিয়ে গোল করেন মেসি। তাতে ৪৩৫তম লিগ ম্যাচে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অ্যাইবারের বিপক্ষে এটি ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৩তম গোল, এই প্রতিপক্ষের জালে শীর্ষ গোলদাতা এখন তিনি।

ব্যবধান দ্বিগুণ করার কিছুক্ষণ পর তৃতীয় গোলের দেখা পায় বার্সা। ৫৯ মিনিটে কৌতিনিয়োর সঙ্গে ওয়ান টু পাসে এই মৌসুমে ১২তম লিগ গোল করেন সুয়ারেস। তিন গোলেই অবদান রাখলেও উরুগুয়ান স্ট্রাইকারকে ছাপিয়ে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে মেসির ইতিহাস গড়ার কারণে।

সর্বশেষ - খেলা