মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে দ্বিতীয় আপিল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সেভিয়ার বিপক্ষে গত লা লিগা ম্যাচে লিওনেল মেসিকে দেওয়া হলুদ কার্ড প্রত্যাহার করে নিতে আপিল কমিটিকে অনুরোধ করেছিল বার্সেলোনা। কিন্তু সেটা প্রত্যাখ্যান করে ওই কমিটি। অবশ্য হাল ছেড়ে দেয়নি কাতালান জায়ান্টরা। ক্লাবটি নিশ্চিত করেছে, এনিয়ে স্প্যানিশ শৃঙ্খলা কমিটির ক্রীড়া বিভাগের কাছে অভিযোগ করবে তারা।

সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কাতালানদের ২-১ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে সময় নষ্ট করার অভিযোগে হলুদ কার্ড দেখানো হয়। প্রতিপক্ষের স্টিভেন জোনজির ট্যাকেলে খুলে যাওয়া বুট পরতে একটু বেশিই সময় নেন মেসি। রেফারির সঙ্গেও তার কথা চলে। সব মিলিয়ে ওই পর্ব শেষ হতে লাগে দেড় মিনিট।

প্রতিযোগিতাটির কমিটি বার্সেলোনার প্রথম আপিলের জবাবে উপসংহার টানে যে- সময় নষ্ট করছিলেন মেসি।

সূত্র: বাংলা ট্রিবিউন