‘মেসির মস্তিষ্ক যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। সেরা সাফল্য ২০১৪ সালের ফাইনাল, জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে হারতে হয় আলবিসেলেস্তেদের। ফুটবল প্রতিযোগিতার শীর্ষ মঞ্চে পঞ্চমবার পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন মেসি। অধিনায়ককে কি সেরা উপহার দিতে পারবেন, এই প্রশ্নে ডি পল আশাবাদ ব্যক্ত করেছেন।

অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার বলেছেন, ‘প্রথম কথা হলো, মেসির আর কিছুর প্রয়োজন নেই, নিজেকে শীর্ষে রাখতে ফুটবলকে সবকিছু দিয়েছেন তিনি। প্যারিসে তার সঙ্গে কী হচ্ছে, সেটা নিয়ে আমার খুব বেশি বলার নেই। কারণ আমি সেখানে থাকি না। কিন্তু আমি আপনাদের বলতে পারি তিনি জাতীয় দলে কী করেন। তিনি আর্জেন্টিনার সঙ্গে খুশি। তিনি আমাদের নেতা, আমরা তাকে অনুসরণ করি।’

মেসি কতটা উজ্জীবিত করে রাখে সতীর্থদের, সেটা বললেন ডি পল, ‘তিনি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে কথা বলবেন, পঞ্চম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি এবং আমাদের উপদেশ দিবেন, উৎসাহ দিবেন, কারণ তার অভিজ্ঞতা এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি মেসি উপভোগ করে। আশা করি সব ভালো যাবে। এটা তার শেষ বিশ্বকাপ নাকি আরো খেলবেন, সেই সিদ্ধান্ত তার।’

তবে মেসি আরো কয়েক বছর খেলার মতো অবস্থায় আছেন মনে করেন এই মিডফিল্ডার, ‘তিনি যতদিন চান, খেলে যেতে পারবেন। কারণ তিনি অন্য পর্যায়ের খেলোয়াড়, তার মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আমরা চেষ্টা করব এই বিশ্বকাপ তার জন্য উপভোগ্য করে তোলার এবং আমরা যদি শেষ দিনে পৌঁছাতে পারি, সেটা হবে আরো ভালো কিছু।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন