রবিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেসির গোলে জয় পেল বার্সেলোনা

Paris
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টানা তিন ম্যাচ ড্র করায় জয়ের জন্য উন্মুখ হয়ে ছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত মেসির গোলে জয় পেল বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সা।

স্প্যানিশ লা লিগার ম্যাচে কাম্প নউয়ে শনিবার রাতে ১-০ গোলে লিওনেল মেসির গোলে রিয়াল ভাইয়াদলিদকে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখা বার্সেলোনা অধিনায়ক শেষ দিকে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে মেসি ও লুইস সুয়ারেস অনেকগুলো সুযোগ নষ্ট করেন।

বার্সেলোনার প্রথমার্ধের পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। উল্টো বেশ কয়েকবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় অতিথিরা।

৪৩তম মিনিটে মেসির স্পট কিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা।

রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ভিডিও রিপ্লেতে দেখা যায়, তার কাঁধে হাত ঠিকই ছিল ভাইয়াদলিদের মিডফিল্ডার মিচেলের, তবে যেন খুব সহজেই পড়ে যান জেরার্দ পিকে। প্রতিবাদ জানায় অতিথি খেলোয়াড়রা; তবে ভিএআরের সাহায্য নেননি রেফারি।

আসরে এই নিয়ে সর্বোচ্চ ২২ গোল করলেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ৩০টি। টানা ১১ মৌসুমে কমপক্ষে ৩০টি করে গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা।

 

সর্বশেষ - খেলা