মেসিকে ধরে রাখতে যা দরকার তাই করব: বার্সা সভাপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক: কাতালান ক্লাব বার্সেলোনার সভাপতি হয়েছেন সেই হুয়ান লাপোর্তা।  দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিচ্ছেন তিনি।

রোববার বার্সেলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন লাপোর্তা।  ৫৫৬১১ ভোটের মধ্যে লাপোর্তা পেয়েছেন ৫৪.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন ৩০ শতাংশ ভোট।  আর টনি ফ্রেইক্সার পেয়েছেন ৯ শতাংশ ভোট।

এমন সময় ফের ক্লাবটির সভাপতি হয়েছেন লাপোর্তা, যখন লা লিগাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ধুঁকছে বার্সেলোনা।

২০০৩ সালে মেসিদের সভাপতি ছিলেন লাপোর্তা।  সাত বছর দায়িত্বে ছিলেন।  সেই সময় বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় বার্সা।

২০১০ সালে লাপার্তো যখন বার্সা ছাড়েন, তখনও বিশ্বসেরা দলের কাতারে ছিল বার্সা।

দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতি হওয়ার পর পরই লাপার্তো জানিয়েছেন, দলের মূল তারকা মেসিকে ধরে রাখতে যা দরকার তাই করবেন। মেসি বার্সাকে ভালোবাসে।

তথ্যসূত্র: মার্কা