মঙ্গলবার , ১০ মে ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘মেসিকে দুয়ো দিয়ে ঠিক করেনি পিএসজি সমর্থকরা’

Paris
মে ১০, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

লিগে অনেকগুলো দল থাকলেও শক্তিশালী দল একটাই- পিএসজি। ফরাসি লিগ ওয়ানে এই দলটাই নিয়মিতভাবে আধিপত্য দেখিয়ে আসছে। কিন্তু পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফির নজর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায়। এ জন্য তিনি কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে ব্রাজিল সুপারস্টার নেইমার এবং সর্বশেষ লিওনেল মেসিকে দলে এনেছেন।

মেসি-নেইমার-এমবাপ্পে মিলে পিএসজির আক্রমণভাগ এখন দুর্ধর্ষ। তারপরও সেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা অধরাই রয়ে গেল।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলোতেই থেমে গেছে পিএসজির চ্যাম্পিয়নস লিগ অভিযান। দুই লেগের কোনোটিতেই গোল পাননি মেসি। বাজে পারফরম্যান্সে নেইমারও পারেননি ক্লাব সমর্থকদের মন জয় করতে। ম্যাচজুড়ে এইদুজনের পায়ে বল গেলেই সমর্থকরা দুয়ো দিতে শুরু করত। মেসির মতো মহাতারকার সঙ্গে এমন আচরণে কষ্ট পেয়েছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বুকে। তার মতে, ফ্রান্সে মেসির আরো সম্মান পাওয়া উচিত।

বিশ্বকাপ ও ইউরোজয়ী সাবেক এই ফুটবলার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেসি যখন খেলে এবং যেখানেই যায় না কেন, সব কিছুই পূর্ণতা পায়। ফ্রান্সেও তা-ই হয়েছে। সে দারুণ এক ফুটবলার, তবে ফ্রেঞ্চ লিগের সেরা আকর্ষণ। মেসি খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু। এই মানুষটিকে ফ্রান্সে আমাদের আরো সম্মান দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মেসিকে দুয়ো দেওয়া যায় না, কারণ সে একজন তারকা।  সমর্থকদের করা কাজটি ভুল ছিল।  কারণ ভক্তরা যদি তাকে ভালোবাসা দেখায়, তাহলে সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। ‘

মেসিকে পিএসজির নেতৃত্ব দিলে সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন ক্রিশ্চিয়ান কারেম্বু, ‘আমার মনে হয়, মেসিকে পিএসজির অধিনায়কত্ব দেওয়া উচিত। পিএসজি যদি তাকে অধিনায়ক করে পথ দেখাতে ও দলের দেখভাল করতে দেয়, তাহলে তারা সব সময়ই জিতবে। তাদেরকে তাকে নেতা হিসেবে দায়িত্ব পালন করতে দিতে হবে। মেসির ফুটবল সামর্থ্য দেখানোর সুযোগ দেওয়ার জন্য হলেও তাকে নেতৃত্ব দেওয়া উচিত। আমরা ২০ বছর ধরে বার্সেলোনায় তা দেখেছি, তাকে সেভাবেই কাজ করতে দিতে হবে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা