মেসিকে ছাড়াই সহজ জয় বার্সার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সদ্য তৃতীয় সন্তানের পিতা হওয়া লিওনেল মেসি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ দলের এক নম্বর তারকাকে ছাড়াই মাঠে নেমে অবশ্য জয় তুলে নিতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি বার্সেলোনার৷ লা লিগায় মালাগাকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করে বার্সা৷ একই সঙ্গে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান ধরে রাখে তারা৷

মেসি হাসপাতাল থেকেই দলের খেলো দেখেন টিভিতে৷ তার অনুপস্থিতিতে কুটিনহোকে সুয়ারেজের সঙ্গী করে মাঠে নামানো হয়৷ প্রথমার্ধেই বার্সাকে জোড়া গোলে এগিয়ে দেন সুয়ারেজ-কুটিনহো৷ ৩০ মিনিটে স্যামুয়েল গার্সিয়া জোর্ডি আলবাকে রাফ ট্যাকলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, ১০ জনের মালাগার বিরুদ্ধে বার্সাকে পাল্টা লড়াই ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি৷

শেষ ১২ ম্যাচে জয়হীন মালাগা বার্সার সামনে শুরু থেকেই কুঁকড়ে ছিল৷ সুযোগটা যথায়থ কাজে লাগান সুয়ারেজরা৷ ম্যাচের ১৫ মিনিটে জোর্ডি আলবার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ৷ ২৮ মিনিটে দেম্বেলের ক্রস থেকে ব্যবধান বাড়িয়ে ডাবল করেন কুটিনহো৷

দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও ঝুঁকি না নিয়ে সতর্ক ফুটবল খেলে বার্সেলোনা৷ অন্যদিকে মালাগার যাবতীয় প্রচেষ্টা ছিল কোনওক্রমে সুয়ারেজদের নতুন করে গোল করা থেকে বিরত থাকা৷ বার্সা বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও মালাগার রক্ষণ সফল হয় তাদের প্রচেষ্টায়৷ ফলে বার্সেলোনার অনুকূলে ২-০ গোলের ব্যবধানে ম্যাচের নিস্পত্তি হয়৷

এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে বার্সেলোনা৷ সমসংখ্যক ম্যাচে অ্যাটলেটিকোর সংগ্রহ ৬৪ পয়েন্ট৷ ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে তিন নম্বরে৷

কলকাতা ২৪*৭