বুধবার , ৩ আগস্ট ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেসিকে ঘিরেই পরিকল্পনা আর্জেন্টিনার নতুন কোচের

Paris
আগস্ট ৩, ২০১৬ ১০:৫৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অভিমান ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসবেন লিওনেল মেসি। আর্জেন্টিনাসহ গোটা ফুটবল দুনিয়ায় ভক্তদের চাওয়া এমনই। আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব পাওয়া এদগার্দো বাউজাও হাঁটলেন সেই পথেই। তারও  প্রথম চাওয়া, জাতীয় দলে ফিরে আবারো আকাশী-নীল জার্সি জড়াবেন মেসি। এজন্য বার্সেলোনা সুপারস্টারের সঙ্গে খুব দ্রুতই কথা বলবেন তিনি।

কথা বলার এই তালিকায় আছেন দলের আরো ৫-৬ জন সিনিয়র খেলোয়াড়। যে কারণে আর্জেন্টিনার স্কোয়াডে খুব একটা পরিবর্তন দেখছেন না বাউজা! ৫৬ বছর বয়সী এই কোচের ভাষায়, ‘হাতে খুব বেশি সময় নেই।

আমার প্রথম দলে খুব একটা পরিবর্তন থাকবে না। তবে আমি ৫-৬ জন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে চাই। আশা করি, মেসির সঙ্গে আলাপ করলে তা তার জাতীয় দলে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।’

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে? ২৯ বছর বছর বয়সী বার্সা তারকাকে খুব করে চাইবেন বাউজা। ইঙ্গিতেই সে কথা বোঝানোর চেষ্টা করলেন আর্জেন্টিনার নতুন এই কোচ, ‘মেসির কাছে আমি আমার পরিকল্পনা ব্যাখ্যা করতে চাই। মাঠে তার পজিশন নিয়ে আমার তেমন ভাবনা। মেসিকে কোনো কিছু নিয়ে বোঝানোর দরকার নেই। পরিকল্পনা মোতাবেক ফুটবল নিয়ে তার সঙ্গে আলোচনা করব।’

প্রসঙ্গত, কোপা আমেরিকার ফাইনালে ব্যর্থতার দায় নিয়ে আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। মঙ্গলবার আর্জেন্টিনার নতুন কোচের আসনটি অলঙ্কৃত করলেন এদগার্দো বাউজা। মার্টিনো সরে যাওয়ার পর বেশ খানিকটা সময় নিয়ে বাউজাকে বেছে নিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সূত্র:বাংলামেইল

সর্বশেষ - খেলা