বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মেটা এআই ফিচার নিয়ে ক্ষুব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা

Paris
জুলাই ৪, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু হয়েছে মেটা এআই। ব্যবহারকারীদের জন্য এরইমধ্যে ধাপে ধাপে মেটা এআই চালু করা হয়েছে। কেউ যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে আলাদা একটি রঙিন আইকন রিং দেখে থাকেন, তাহলে বুঝতে হবে তার অ্যাকাউন্টে চালু হয়েছে মেটা এআই চ্যাটবট।

তবে এআই টুল দিয়ে ছবি এডিট করলেই ‘মেড বাই এআই’লোগো লাগিয়ে দিচ্ছিল মেটা। এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক ফটোগ্রাফার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরই সিদ্ধান্ত পরিবর্তন করে মেটা। মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান জানিয়েছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এআই টুল দিয়ে ছবি এডিট করলে আর ‘মেড বাই এআই’ নয়, ‘এআই ইনফো’ ট্যাগ লাগানো হবে।

মূলত এআই টুল দিয়ে তৈরি ছবি ‘মেড বাই এআই’ ট্যাগ লাগানো উচিত। কিন্তু সাধারণ ক্যামেরা, মোবাইল বা ফটোগ্রাফারের তোলা ছবি এইআই টুলে এডিট করলে কেন এই ট্যাগ লাগানো হবে সেই প্রশ্ন অনেকেই তুলছিলেন। তাদের দাবি, এডিটেড ছবিতে এমন লোগো লাগানো ঠিক নয়। এরপর মেটা জানায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন আপডেটে এডিটেড ছবিতে ‘মেড বাই এআই’ লোগো থাকবে না।

এরপর ‘এআই ইনফো’ লোগো নিয়ে আসে মেটা। কিন্তু হঠাৎ করে এমন লোগো কেন আনা হয়েছে সেই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি জাকারবার্গের প্রতিষ্ঠান। মেটার দাবি, এই টুল ব্যবহার করে কোনো ছবি এডিট করলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে এআই-এর তৈরি বলা যায়, যা কোনো মতেই মানতে রাজি নন নেটিজেনরা।

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

মে দিবসেও বিপদে খেটে খাওয়া রাজশাহীর শ্রমজীবীরা, ফেরি করছেন অনেকেই

বাদশাসহ মন্ত্রিসভায় আসছেন একঝাঁক নতুন মুখ

রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

রোনালদোকে কেনার সম্ভাবনা নাকচ করে দিলো পিএসজি

৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: মির্জা ফখরুল

গোদাগাড়ীতে জঙ্গিবাদ প্রচারণাসহ জন সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশ এক কঠিন সমস্যায় নিমজ্জিত : ডা. জাফরুল্লাহ

শিশু তানভির হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে উত্তাল বড়াইগ্রাম

৩১৩ কিলোমিটার হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানালেন মোস্তফা

নেত্রকোনায় বসতঘরে স্বামীর ঝুলন্ত লাশ, মেঝেতে স্ত্রীর রক্তাক্ত দেহ