মেক্সিকোয় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হতাহত, আতঙ্কে মানুষজন রাস্তায়

মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী রিজোর্ট শহরে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে। এ সময় বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাথায় পড়ে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পের সময় ওই এলাকার পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। তখন রাস্তায় থাকা ওই ব্যক্তি চাপা পড়ে নিহত হন। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন। আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে।

৭০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা ইয়াসমিন রিজক জানিয়েছেন, খুব ভয়ানক ছিল এটি। প্রতিবারই যদি এরকম কিছু ঘটে এটি আমাকে ১৯৮৫ সালের কথা মনে করিয়ে দেয়।

 

মেক্সিকো সিটিতে ১৯৮৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে কয়েক হাজার লোক নিহত হয়েছিল।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন