মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ১১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন স্থানীয় বাসিন্দা এবং তিনজন কমিউনিটি পুলিশ। এ ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

বন্দুকযুদ্ধের খবর পেয়ে রাজ্য পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আকাপুলকো শহরে পৌঁছান। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আকাপুলকো শহরের অ্যাটর্নি জেনারেল জানান, মানুষ হত্যা, অবৈধ অস্ত্র সঙ্গে রাখা এবং মাদক গ্রহণের অভিযোগে ওই ৩০ জনকে আটক করা হয়েছে।

বিশ্বের মধ্যে বিপজ্জনক এবং অপরাধপ্রবণ শহরগুলোর অন্যতম আকাপুলকো। ২০১৭ সালের প্রথম ছয় মাসে সেখানে ১২ হাজার মানুষ খুন হয়েছেন।

জানা গেছে, দলগতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর পাশাপাশি সেখানে মাদক সেবন করেন বহু মানুষ। মাদক গ্রহণের পর এবং মাদকের অর্থের জন্যও অনেকে অপরাধ করে থাকেন।
সূত্র : ডেইলি এক্সপ্রেস