শুক্রবার , ২৭ জানুয়ারি ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেক্সিকান পণ্যে ২০ শতাংশ করারোপের পরিকল্পনা ট্রাম্পের

Paris
জানুয়ারি ২৭, ২০১৭ ৮:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ করারোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। আর এই প্রাচীর নির্মাণের অর্থ জোগাড় করতেই এ ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

 

হোয়াইট হাউজের প্রেস সচিব সেন স্পাইসার জানিয়েছেন, ‘প্রস্তাবটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান সমর্থকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। আর ভবিষ্যতে এটা একটি বড় অর্থনৈতিক প্রস্তাব হতে পারে। তবে এ প্রস্তাবে ভোক্তা, উৎপাদক এবং দুই দেশের সরকারের সম্পর্কে দীর্ঘমেয়াদি জটিলতা সৃষ্টি করতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘মেক্সিকোর পণ্য আমদানির ওপর ২০ শতাংশ করারোপ করা হলে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার সংগ্রহ করা যাবে—যা মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ প্রাচীর নির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যয় হবে কমপক্ষে ৮ থেকে ২০ বিলিয়ন ডলার।’

 

স্পাইসার বলেন, ২০১৫ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র ২৯৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। তবে ইতোমধ্যে বিশ্বের ১৬০টি দেশ থেকে আমদানি করা পণ্য থেকে যুক্তরাষ্ট্র কর আদায় করে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক