মুস্তাফিজকে তো এমনেও টেস্টে নেয় না : বিসিবি সভাপতি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটে টেস্ট সিরিজ শুরুর আগে মুস্তাফিজুর রহমানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা বাদ দিয়ে আইপিএলে খেলছেন। তাছাড়া তিনি নাকি সিনিয়র ক্রিকেটারদের মতোই যখন ইচ্ছা ছুটির ছাড়পত্র পেতে চান। আজ এ ব্যপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুস্তাফিজ নাকি টেস্টের বিবেচনাতেই নেই।

বিসিবি সভাপতি বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে খুব স্বাভাবিক। আমি জানি না কেন বার বার এ কথা আসছে। এখানে কোনো কনফিউশন রাখার কোনো কারণই নেই। যখন আমরা কাউকে কোনো অপশন দেইনি, কে কোন ফরম্যাট খেলবে, তখনো কেউ কিন্তু মুস্তাফিজকে টেস্ট দলে নেয়নি। কেন নেয়নি আমি জানি না, মুস্তাফিজকে তারা টেস্টে সিলেক্ট করেনি, তারা ওডিআই ও টি-২০ খেলাতো। কিন্তু একটা সময় আসে যখন নাকি আমরা টেস্টের জন্য কিছু আলাদা খেলোয়াড় তৈরি করি। যেমন মুমিনুল, সাদমান, শান্ত, সাইফ, রাহী, এবাদত, খালেদ এদেরকে আমরা টেস্টের জন্য তৈরি করি। এদের সুযোগ দিতে হবে, সেজন্য ওকে নেওয়া হয়নি। ‘

তিনি বলেন, ‘ও আমাদের টেস্টে নাই। তারপর যখন একটা অপশন সবাইকে দেওয়া হলো কে কোন ফরম্যাট খেলতে চায়, চাইলেই হবে এমন না। অনেকেই অনেক ফরম্যাট খেলতে চাইছে, কোন প্লেয়ার আছে যে বলবে আমি তিনটা খেলতে চাই না। তরুণ সবাই চায়। তাই বলে আমরা সবাইকে কি সব ফরম্যাট রাখব নাকি। জিনিসটা স্বাভাবিক, আপনারা কেন এতো চিন্তা করেন আমি বুঝি না। ও ন্যাচরালি দিয়েছে, ওকে এমনেও তো টেস্টে নেয় না। ও ওডিআই-টি-২০ দিয়েছে, তাতে করে বুঝা যাচ্ছে ওর আসলে টেস্টের প্রতি ওরও আগ্রহ ওরকম নাই। এটা বাস্তবতা। এটা আমরা জানি।

পাপন আরও বলেন, ‘কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এমন অবস্থা হয়, আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নাই এবং আমাদের একটা ফাস্ট বোলার দরকার তখন দেশের স্বার্থে খেলবে কী না, অবশ্য খেলবে। এখানে তো কোনো আলাপ আলোচনারই বিষয় নাই। এমন তো না কোনো ইচ্ছা অপশন। ও তো আইপিএলে যাওয়ার আগেও বলে গেল, আইপিএলের চেয়ে আমার দেশের জন্য খেলা ইম্পর্ট্যান্ট। আপনাদেরই বলেছে, আমাকে যদি শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়, আমি আইপিএল খেলব না, এটা ক্লিয়ার কাট সো এখানে কোনো কনফিউশন কিসের। ‘

দলের কোনো ক্রিকেটার দেশের খেলা ফেলে অন্যত্র খেলার মানসিকতা রাখে না- উল্লেখ করে পাপন বলেন, ‘আমার ধারণা এমন কোনো প্লেয়ার নাই। এমন কোনো প্লেয়ার নাই যে আমার দেশের প্রয়োজন হলে আমি খেলব না। এটা আমি মনে করি না(২)। তারপর কেউ হলে সেটা হবে এক্সপেকশনাল বা আমার ভুল ধারণা। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ