মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাই থেকে ফিরেই জমিয়ে দিলেন টয়লেট দিবস!

Paris
নভেম্বর ১৯, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শাকিব খানের এই পথটা অনেকটা বলিউডের অক্ষয় কুমারের মতো। যিনি তাক লাগিয়েছেন জনসচেতনতামূলক সিনেমা ‘টয়লেট’-এ অভিনয় করে। ফিরেছেনও অক্ষয়ের শহর মুম্বাই থেকে। টানা ২৫ দিনের ‘বরবাদ’ শুটিং থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন ১৮ নভেম্বর। উদ্দেশ্য বিশ্ব টয়লেট দিবস (১৯ নভেম্বর)।

যে দিনটির কথা দেশের অধিকাংশ মানুষ জানেই না, সেই দিবসে ঢালিউড খান হাজির হলেন শহরের একঝাঁক তারকা নিয়ে। জানালেন টয়লেট সচেতনতার গল্প। দিলেন সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য স্বস্তির খবর।

দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শাকিব খান পালন করলেন বিশ্ব টয়লেট দিবস। এ উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং র্ব্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’- ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো পরিবেশে তারকা বেষ্টিত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় বিশেষ ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স
কিনে’-স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা করে দেয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে। জানালেন শাকিব খান।

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর তথা মেগাস্টার শাকিব খান তার বক্তব্যে বলেন, ‘অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে।’

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার আয়োজিত তারকাদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোজেক্ট কোঅর্ডিনেটর কে এ আমিন, ওয়াটার এইড বাংলাদেশের রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট গোলাম রাসুল, মো. ফরহাদুর রহমান রিপন, সহকারী প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় (পরিকল্পনা), ডিপিএইচই, ঢাকা এবং সুব্রত বসাক, সহকারী প্রকৌশলী, গ্রাউন্ড ওয়াটার বিভাগ, ডিপিএইচই, ঢাকা। রিমার্ক-হারল্যানের পক্ষে অনুষ্ঠানে আরও যোগদান করেন টাইলক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের র্ব্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, জনপ্রিয় চিত্রতারকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, অভিনেত্রী অপি করিম, শবনম ফারিয়া, চমক, স্পর্শিয়া, শারিকা, জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সংগীত জগতের আরও অনেক তারকাগণ।

এদিকে মুম্বাইয়ে ফেলে আসা ‘বরবাদ’ ইউনিটে যুক্ত হতে ফের পহেলা ডিসেম্বর ঢাকা ছাড়বেন শাকিব খান। মাছে ২২ নভেম্বর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘দরদ’ দেখতে সিনেমা হলে যাবেন শাকিব খান। যদিও সফলতার বিচারে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’র ধারাবাহিকতা মিলছে না দর্শক রিভিউ থেকে।

বলা দরকার, ‘বরবাদ’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে শাকিবের সঙ্গে থাকছেন ‘প্রিয়তমা’ নায়িকা ইধিকা পাল।

 

সূত্র: বাংলা ট্রিবিউন