মুম্বাইয়ের প্রশিক্ষণ নিয়ে নতুনভাবে আসছেন মিষ্টি জান্নাত

শাহাদাৎ হোসেন লিটনের ‌’লাভ স্টেশন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনিবিবি’ ছবি দিয়ে পেয়েছেন পরিচিতি। করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় আরো কয়েকটি ছবি। করোনার কারণে ইন্ডাস্ট্রিতে যখন ছবি নেই বললেই চলে তখন মিস্টি চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক ছবিতে।

কিছু দিন আগে ‘বীরত্ব’ ছবিতে আইটেম গান করেছেন। এরমধ্যে নতুন ছবি ‘কি করে বলবো প্রিয়তমা’তে কাজ শুরু করেছেন। ১৪ অক্টোবর এফডিসি হয়েছে ছবিটির মহরৎ।

মিষ্টি বলেন, ‌’খুব শিগগির আরো তিনটি ছবির ঘোষণা আসবে। আমি ভাগ্যবতী নির্মাতারা আমাকে নিয়ে ভাবছেন। নিজেও প্রযোজক। তাই জানি এই সময়ে টাকা লগ্নি করাটা কতোটা ঝুঁকির। তারপরও প্রযোজকরা আমার ওপর লগ্নি করছেন এটা গর্বের। আমি চেষ্টা করবো ছবিগুলোতে নিজের সেরা অভিনয় উপহার দেওয়ার।’

আব্দুল মান্নান গাজীপুরীর পরিচালনায় ‘কি করে বলবো প্রিয়তমা’ ছবিতে মিষ্টির বিপরীতে অভিনয় করবেন নাদিম।

উল্লেখ্য, গত বছর মিষ্টি মুম্বাইতে গিয়ে গ্রুমিং করে এসেছিলেন। নাচের ওপর প্রশিক্ষণ নিয়েছেন কলকাতায়। বলেন, ‘আমি সব সময় কাজের প্রতি শ্রদ্ধাশীল। শেখার কোনো শেষ নেই। আমি যে সব পারি তাও কিন্তু নয়। ইচ্ছে আছে অভিনয়ের ওপর আরো কিছু কোর্স শেষ করার।’

 

সূত্রঃ কালের কণ্ঠ