মুন্সীগঞ্জে উপসর্গ ছাড়াই এক নারীর করোনা পজেটিভ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্ট) ছাড়াই এক নারী পজিটিভ হয়েছেন।

নারায়ণগঞ্জে বেড়াতে যাওয়া ওই নারীকে সন্দেহজনক হিসেবে টেস্ট করানো হলে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ হয়।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শামীম আহমেদ জানান, আজ সকালে আইইডিসিআরের পাওয়া রিপোর্টে ওই নারীর করোনা পজিটিভ ধরা পড়েছে। তার শরীরে কোনো প্রকার করোনার উপসর্গ ছিল না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসেছিলেন। যেহেতু নারায়ণগঞ্জ করোনা সংক্রমণের ‘হটস্পট’, সেজন্য তার সোয়াব নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছিল।

ওই নারীকে আইসোলেশনে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন তিনি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান জানান, তাকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ওই অন্বেষণ পল্লী লকডাউন করে দেয়া হবে।

উল্লেখ্য, দেশে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার  পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। প্রাণঘাতি ভাইরাসটিতে নতুন ৩৪১ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

 

সূত্রঃ সময়