মুক্ত আকাশে উড়লো ডাহুক পাখি

সিংড়া প্রতিনিধি:
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় শিকারের হাত থেকে রক্ষা পেয়ে মুক্ত আকাশে উড়লো ডাহুক পাখি। বৃহস্পতিবার সকালে সিংড়া-টু-তাড়াশ-বারুহাস রাস্তায় স্থানীয় যুবক মারুফ ওলী ও মাসরুক আওলিয়ার নেতৃত্বে একটি ডাহুক পাখি ও পাখি শিকারের ফাঁদ জব্দ করা হয়। পড়ে পৌরসভার পার্শ্বে একটি পুকুর পাড়ে পাখিটি অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, সাংবাদিক খান মো: শারফুল ইসলাম খোকন প্রমূখ।

স/অ