‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় থাকা জরুরি’

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একই সুরে বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় থাকা জরুরি। এজন্য আগামীর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চান তারা। শনিবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতারে এই দুই নেতা এমন কথা বলেন।

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমি নগরীতে কাজ করতে গিয়ে প্রতি পদে পদে খায়রুজ্জামান লিটনের অভাব অনুভব করেছি। লিটন মেয়র না থাকায় আমাকে নগরীর উন্নয়ন নিয়েও চিন্তা করতে হয়েছে। রাজশাহীর মানুষ উন্নয়ন চায়। তারা আগামীতে আর এমন ভুল করবে না। মেয়র নির্বাচনে লিটনকে বিজয়ী করতে আজ থেকেই আমি কাজ শুরু করলাম।’

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নিরপেক্ষতার নামে স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেয়া ঠিক না। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার যে উন্নয়নের ধারায় আছে তা ধরে রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।’ আগামী মেয়র নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে লিটন বলেন, ‘আমি ও ফজলে হোসেন বাদশা রাজশাহীর উন্নয়নে নিজেদের উৎসর্গ করেছি। দুজনের লক্ষ্য রাজশাহীর উন্নয়ন। আগামীতে আমি সাংবাদিকদেরও সহযোগিতা চাই।’

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী গিয়াস, বিএফইউজে’র সদস্য জাবীদ অপু, আরইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বিএফইউজে’র সাবেক সদস্য আনিসুজ্জামান। দোয়া পরিচালনা করেন আরইউজে’র সিনিয়র সদস্য আলহাজ্ব আব্দুল করিম।
স/শ