মীরগঞ্জে শতাধিক পরিবারের মাঝে বিজিবির ত্রান বিতরণ

চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের হাতে খাবার তুলে দিলেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির মীরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৬টি গ্রামের অসহায়দের হাতে চাল,ডাল,তেলসহ নিত্যপন্য সামগ্রী তুলে দেন।

বিজিবির সদস্যদের দেয়া খাবার পেয়ে খুশি এলাকার শতাধিক পরিবারের অসহায় মানুষ গুলো। নিরাপদ দুরত্ব বজায় রেখে সকলকে স্কুল মাঠে সারিবদ্ধ ভাবে লাইনে বসিয়ে এসব খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাবিলদার আলাউদ্দিন, হাবিলদার শফিউল আলম শফি, সিপাহী জোহায়ের আহম্মেদ প্রমুখ।

ত্রান বিতরণ শেষে নুর আমিন বলেন, বিজিবি সব সময়ই মানুষের কল্যানে কাজ করে। বিজিবি সব সময়ই দেশের ক্লান্তিকালে মানুষের কল্যানে মানুষের পাশে দাড়িয়েছে। বর্তমান বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ ক্লান্তিকাল পার করছে। তাই আপনারা সরকারী সিদ্ধান্তকে অমান্য করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না।

তিনি বলেন, আপনারা তিন ফিট দুরত্ব বজায় রেখে চলাচল করবেন। একান্ত জরুরী কাজ ছাড়া কেউ বের হবেন না। নিজের ও পরিবারসহ পুরো সমাজ তথা দেশকে রক্ষা করতে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সকলেই সাবান দিয়ে ভালো ভাে হাত ধোবেন। পরিস্কার পরিছন্নতা বজায় রাখবেন। বেশী করে পানি ও ভিটামিন সি জাতীয় খাদ্য খাবেন।