‘মিয়া ভাই এখন কথা বলতে পারেন’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তিনি অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।তবে তিনি এখন কথা বলতে পারছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

বুধবার বিকালে সিঙ্গাপুর থেকে তিনি বলেন, ‘আপনাদের মিয়া ভাইয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখন তিনি কথা বলতে পারেন। তার চিকিৎসা কার্যক্রম দীর্ঘ মেয়াদি। একটু একটু করে সুস্থ হচ্ছেন। তার জন্যে দোয়া করবেন সবাই।’

গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতা।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় নাম লেখান ফারুক।

তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত।

 

সূত্রঃ যুগান্তর