মিয়ানমারের ২২ ব্যক্তি, ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবার মিয়ানমারের ২২ ব্যক্তি এবং ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিয়ে ইইউ এর পক্ষ থেকে চতুর্থবারের মতো দেওয়া হলো এই নিষেধাজ্ঞা।

জানা গেছে, এই নিষেধাজ্ঞার আওতায় আছেন মিয়ানমারের মন্ত্রী, স্টেট পর্যায়ের কাউন্সিলর এবং ইউনিয়ন নির্বাচন কমিশন। সেই সঙ্গে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

মানবাধিকার লঙ্ঘন করে ২০২১ সালে জান্তা সরকার ক্ষমতা নেয়ার পর নিয়মিতভাবেই নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। সবমিলিয়ে তারা ৬৫ ব্যক্তি এবং ১০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন