শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিয়ানমারের জান্তাকে আর্থিক সাহায্য দিচ্ছে চীন

Paris
আগস্ট ১৩, ২০২১ ৯:২২ পূর্বাহ্ণ

মিয়ানমারের সামরিক সরকারকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করতে বিশাল অঙ্কের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে চীন। এ নিয়ে আজ দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মিয়ানমারে চীনের দূত ওই চুক্তি স্বাক্ষর করেছেন। নেপিদোর চীনা দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টির সত্যতাও স্বীকার করা হয়েছে।

জানা যায় চীনের দেওয়া এই আর্থিক সহায়তার পরিমাণ ৬০ লক্ষ ডলার। মায়ানমারে মোট ২১টি উন্নয়ন প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে চিন। জান্তা সরকারের কাছে খুব দ্রুতই পুরো অর্থ চলে যাবে বলে জানা যাচ্ছে। প্রকল্পগুলোসর মধ্যে রয়েছে পশুর টিকা, কৃষি, বিজ্ঞান, পর্যটন, বিপর্যয় মোকাবিলা ও নানা ধরনের সাংস্কৃতিক লেনদেনের মতো বিষয়।

গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে সরিয়ে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পিছনে চীনের একটা বড় সমর্থন রয়েছে বলে বরাবর অভিযোগ করে আসছে বিরোধীরা। এমনকি বিক্ষোভকারীদের দমন করতে জান্তা সরকারের হাতে চীন অস্ত্র তুলে দিচ্ছে বলেও একাধিক বার অভিযোগ উঠেছে। কিন্তু প্রতি বারই চীন সেই অভিযোগ অস্বীকার করেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক