বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘মিস ইউনিভার্স’ থেকে বহিষ্কৃত সুন্দরী প্রতিযোগী

Paris
নভেম্বর ১৩, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিয়ম ভেঙে প্রেমিকের হোটেলে গিয়ে একসঙ্গে থাকার অভিযোগে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত হলেন পানামার প্রতিযোগী। তাকে সম্প্রতি প্রতিযোগিতার র্গ্যান্ড ফাইনালের কয়েকদিন আগে অযোগ্য বলে ঘোষণা করে বরখাস্ত করা হয়েছে।

নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মিস ইউনিভার্সে এবার পানামার প্রতিনিধিত্ব করছিলেন ১৯ বছর বয়সি ইটালি মোরা। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই তিনি বিতর্কে জড়ান।

মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য।

শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার ক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান।

এই বিষয়গুলো জানতে পেরে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন মিস ইউনিভার্সের আয়োজকরা। তবে দুপক্ষে সংঘাত চরমে ওঠে মোরাকে তার প্রেমিকের সঙ্গে একঘরে দেখতে পাওয়ার পর।

মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না প্রতিযোগীরা। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন মোরা। সঙ্গে সঙ্গেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়।

তবে আয়োজকদের তরফে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে।

পানামার তরফ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।

সূত্র: যুগান্তর