বুধবার , ১৪ ডিসেম্বর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিসরের গির্জায় হামলার দায় স্বীকার আইএস-এর

Paris
ডিসেম্বর ১৪, ২০১৬ ১১:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিসরের রাজধানী কায়রোর কপটিক গির্জায় গত রবিবারের বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর নামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। অনলাইনে বিবৃতিটি ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

 
বিবৃতিতে দাবি করা হয়, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে তিনি আইএস-এর যোদ্ধা। হামলাকারীর নাম আবু আবদাল্লাহ আল-মাসরি বলে উল্লেখ করেছে সংগঠনটি। এর আগে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি ২২ বছর বয়সী ওই হামলাকারীর নাম শাফিক মাহমুদ মোহামেদ মোস্তফা বলে ঘোষণা দিয়েছিলেন।

 
রবিবার কপটিক গির্জায় ওই বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সোমবার সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়। বলা হয়, হামলাকারী মোস্তফা একটি সন্ত্রাসী দলের সদস্য। এক চিকিৎসক ওই দলটি পরিচালনা করে থাকে। আর এতে অর্থায়ন করেন কাতারে নির্বাসিত মুসলিম ব্রাদারহুড নেতারা। অবশ্য ব্রাদারহুডের পক্ষ থেকে ওই হামলার নিন্দা জানানো হয়েছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক