শুক্রবার , ৬ নভেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিশিগানে ট্রাম্পের মামলা খারিজ, ফিলাডেলফিয়ায় ফের গণনা শুরু

Paris
নভেম্বর ৬, ২০২০ ১০:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

যুক্তরাষ্ট্রের মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ হয়ে গেছে। অপরদিকে বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা আবার শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মিশিগানে সংশ্লিষ্ট বিচারক মামলাটি খারিজ করে দেন। একইদিন আইনগত জটিলতার কারণে গণনা বন্ধ রাখা হয়েছিল ফিলাডেলফিয়ার ভোট গণনা।

গার্ডিয়ান ও এপির খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ায় গণনা ও যাচাই কাজে ট্রাম্প নির্বাচনী প্রচার দলের পর্যবেক্ষকদের থাকতে দেওয়া হচ্ছিল না বলে আদালতে অভিযোগ করা হয়। পরে ভোটে ছয় ফুট দূরত্বে ট্রাম্পের পর্যবেক্ষকদের থাকতে দেওয়ার অনুমতি দিয়ে সেখানকার ভোট গণনার অনুমতি দেন আদালত।

অপরদিকে মিশিগানে করা মামলায় ট্রাম্প শিবির থেকে বলা হয়েছিল, সেখানে জালিয়াতি হয়েছে। কিন্তু কোনো প্রমাণ না থাকায় আদালত মামলা খারিজ করে দেন। এ রাজ্যে নিশ্চিতভাবে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট আপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলছেন, মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে, কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই বলে তিনি জানান।

মামলা সম্পর্কে মন্তব্য করেছে বাইডেনের প্রচার শিবির। তারা বলছে, এর কোনো আইনি ভিত্তি ছিল না। সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছিল।

পেনসিলভানিয়ায় মোট ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। বাকি রয়েছে প্রায় এক লাখ ২০ হাজার ব্যালটপত্র গণনার কাজ। এ রাজ্যে বাইডেন এগিয়ে যাচ্ছেন। যদি জয় পান, তাহলে তার প্রেসিডেন্ট হতে বাধা থাকবে না।

মার্কিন মসনদে বসতে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। প্রেসিডেন্ট হতে দরকার ২৭০ ভোট, ট্রাম্প এখন পর্যন্ত ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

সূত্র: আমাদেরসময়

সর্বশেষ - আন্তর্জাতিক