সিল্কসিটিনিউজ ডেস্ক:
মিশরে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। বুধবার দেশটির উত্তরের প্রদেশ বেহেইরাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মিশরের বার্তা সংস্থা মিনা প্রাদেশিক নিরাপত্তা পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি ইঞ্জিন গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মালবাহী টেনের সঙ্গে বগি দুটির সংঘর্ষ হয়।
প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল দুর্ঘটনাস্থল পরিদর্শন ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে যোগাযোগমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
মিশরের রেলওয়ের প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। মিশরীয়দের দাবি, সরকার এসব অভিযোগ দেখেও না দেখার ভান করে। গত বছরের আগস্টে দুই ট্রেনের সংঘর্ষে ৪২ জন নিহত হয় এবং আহত হয় শতাধিক লোক।
রাইজিংবিডি