মঙ্গলবার , ৩ মার্চ ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিরাজের বুদ্ধিদীপ্ত থ্রোতে আউট টেইলর

Paris
মার্চ ৩, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে নিজেদের সর্বোচ্চ ৩২২ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নামা জিম্বাবুয়ে শুরুর ৫০ রানের আগে হারিয়েছে ২ উইকেট।

সফরকারীরা ১২ ওভারে ২ উইকেটে তুলেছে ৫৫ রান। ওপেনার কামুনহুকামে ৩১ রানে ব্যাট করছেন। তার সঙ্গে চারে নামা অধিনায়ক শেন উইলিয়ামস ক্রিজে আছে। রেগিস চাকাভাকে শুরুতে তুলে নেন শফিউল ইসলাম। মিরাজের দারুণ এক থ্রোর ফাঁদে পড়ে ১১ রানে সাজঘরে ফেরেন টেইলর।

এর আগে বাংলাদেশ দলের হয়ে ১৩৬ বলে ২০ চার ও তিন ছক্কায় গড়া ১৫৮ রান করেন তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিম খেলেন ৫৫ রানের ইনিংস। মাহমুদুল্লাহর ব্যাট থেকে ৪১ এবং মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩২ রান।

তামিম এক বছর সাত মাস পরে পেলেন সেঞ্চুরি। শুরুতে লিটন দাস ও নাজমুল শান্ত রান আউটে কাটা পড়েন। তামিমের কাঁধে তাই চাপে একটা বড় ইনিংস খেলার দায়। নিঁখুত সব শট খেলে সেটাই করে দেখান তামিম। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করেন সাত হাজার রান।

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত