মিরপুরের জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক: মিরপুরের জঙ্গি আস্তানায় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রবেশ করেছে র‍্যাব। তবে এখনও হতাহতের সংখ্যা এখনও নিশ্চত হওয়া যায়নি।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বলেন, ফায়ার সার্ভিস,  র‍্যাবের বোম্ব ডিজপোজাল ইউনিট, ফরেনসিক টিম রয়েছে ঘটনাস্থলে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে। ভবনের ভেতরে আগুন নেই। তবে ধোঁয়া দেখা যাচ্ছে। রাতে ২টার সময় বিস্ফোরণ হয়েছে এমন তথ্য গুজব।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইজিপি ও র‍্যাব ডিজি। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।

এর আগে সকালে ড্রোনের (চালকবিহীন বিমান) মাধ্যমে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।

 

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক দেবাশিস বর্ধন বলেন, ‘আমরা এখন তিনটি ইউনিট নিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে কোনও আগুন আছে কিনা সেটি দেখতে।’ মঙ্গলবার রাতের আগুন রাসায়নিক পদার্থ থেকে হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঘিরে রাখা আস্তানায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই বাসা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করেছে র‌্যাব। থেমে থেমে চলছে র‌্যাবের গুলি।

 

সূত্র: বাংলাট্রিবিউন