মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে তরুণ নিহত, শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হয়েছে। গতকাল স্থানীয় সময় রবিবারের ওই ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে যে জায়গায় হত্যা করা হয়েছে, সেখান থেকে ১৬ কিলোমিটার দূরে ওই তরুণকে গুলি করার ঘটনা ঘটেছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে ব্রুকলিন সেন্টার নামক জায়গায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে অন্তত দু’জন আহত হয়েছে। রাবার বুলেট ছোড়ার পর কাঁদানে গ্যাস ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। তবে ততক্ষণে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে পাথর নিক্ষেপ করছে সাধারণ জনতা। পুলিশের গাড়ির ওপর উঠে লাফালাফিও করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

জানা গেছে, নিহত ওই তরুণের নাম ডন্টে রাইট। মাত্র ২০ বছর বয়সেই হত্যাকাণ্ডের শিকার হলো সে।

 

সুত্রঃ কালের কণ্ঠ