মিডিয়া ভবন গুঁড়িয়ে দেওয়া হতবাক, আতঙ্কিত এপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বিমান হামলা করে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল।

অ্যাসোসিয়েট প্রেসের কার্যালয় নিশ্চিহ্ন করে দেওয়ায় বিবৃতি দিয়েছে এই আন্তর্জাতিক গণমাধ্যমটি। এএফপির এক  প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় মিডিয়া ভবন ধ্বংস করায় এপি ‘হতবাক ও আতঙ্কিত’।  এপির প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট এক বিবৃতিতে বলেছেন, এটি একটি অবিশ্বাস্যভাবে গোলমেলে ঘটনা। অল্পের জন্য আমাদের কোনো প্রাণ হারাতে হয়নি।

এর আগে আজ শনিবার ইসরায়েলি বাহিনী হামলা চালায় ভবনটিতে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কি না, তা এখনো জানা সম্ভব হয়নি।

 

সুত্রঃ কালের কণ্ঠ