মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই বন্দি আটক

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া বন্দি মিন্টু মিয়া (২৮) ধরা পড়েছেন।

পালানোর ১০ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।

মাদক মামলার আসামি মিন্টু মিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে কারা তত্ত্বাবধানে শুক্রবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শনিবার ভোরে মিন্টু পালিয়ে যান বলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক রশিদ উন নবী জানান।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) বিকালে মিন্টু মিয়া ভর্তি হয়েছিল। ভোরে বাথরুম যাওয়ার কথা বলে সে পালিয়ে যায়। তার পাহারায় দুজন কারারক্ষী ছিল। তারাই জানিয়েছে, মিন্টু মিয়াকে তারা খুঁজে পাচ্ছে না।

আসামির পলায়নের ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয় বলেও ঢাকার জেল সুপার ইকবাল কবীর চৌধুরী।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরের পর বাবুবাজার সেতু এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে।

 

সূত্রঃ যুগান্তর