মাহে রমজান উপলক্ষে রাসিক মেয়রের বাণী

Islam. Mosque silhouette in night sky with crescent moon and star

প্রেস বিজ্ঞপ্তি
মাহে রমজান উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র উল্লেখ করেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাহে রমজান। এ জন্য আমি মহান আল্লাহ্র নিকট অশেষ শুকরিয়া আদায় ও সকলকে মোবারকবাদ জানাচ্ছি।

ইহকাল ও পরকাল উভয় জীবনেই রমজানের গুরুত্ব অশেষ। রমজানের রোজা পালন দেহের জন্য কল্যাণকর। তাঁর সঙ্গে আছে আল্লাহ্র ফজিলত। রমজান মাসে আমরা সারা জীবনের গুনাহ মাফ ও পূণ্য অর্জনের বিশেষ সুযোগ পেয়ে থাকি। আমাদের প্রতিটি ভালো কর্মের অনেক গুণ নেকি দান করেন আল্লাহতায়ালা। তাই আমি প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে ইসলামী শরিয়ত অনুযায়ী রোজা পালনের তওফিক দান করুন।