মাহবুব আলমের ‘ভাঙনের শব্দ’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ভাঙনের শব্দ’

চারপাশে গর্জনের ভয়াবহ শব্দ ____
হৃদয়-মন-শরীর কাঁপতে থাকে
ভয়ে সারা শরীর শীতল হয়ে যায়
নাকে আসে আবেগ গলার গন্ধ,
নিস্তব্ধ রাতে নিশ্বাস আমার
কখন যেনো হয়ে যাবে বন্ধ।
এভাবেই কেটে গেলো কিছু সময়
ক্ষণিকের ব্যবধানে আমার চৈতন্য হলো উদয়।
তখন দেখতে ও শুনতে পেলাম,না___
এ কোনো প্রেতাত্মার গর্জন ছিল না
এ ছিলো এক ভয়াবহ শব্দ,
ভাঙনের শব্দ, আর্তনাদের শব্দ।
ভেঙে পড়েছে আমাদের পাহাড়
চাপা পড়েছে প্রতিবেশী পাহাড়িরা
কেউ হয়েছে বেহুশ,কেউবা মরা’মানুষ।
চারিদিকে হাহাকার পড়েছে,সৃষ্টি হয়েছে মহা তামাসার
যে কজন ভাগ্যের জোরে বেঁচেছি
তারা আবারও পাহাড়ের আর এক কোনায়
কুঠুরি বানাবার জন্য উদ্যত হয়েছি।
হায় জীবন!ভাঙনের শব্দে অভিশপ্ত পাহাড়ি জীবন
যতই ভাঙবে ততোই হবে গঠন
চলবে এভাবেই,জীবনের মায়া করে বর্জন।

লেখক পরিচিতি:
নাম:মো.মাহবুব আলম
পিতা:মো.গোলজার হোসেন
মাতা:মোসা.মালেকা বিবি
গ্রাম:পাটিআমলাই
পোস্ট:মল্লিকপুর
থানা:পত্নীতলা
জেলা:নওগাঁ।
পড়াশোনা: নিউ গভ. ডিগ্রী কলেজ,রাজশাহী।
একাদশ শ্রেণী।