মাস্ক না পরায় রাজধানীতে সাতজনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সুরক্ষায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাজধানীর মিরপুর এলাকায় সাতজনকে জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার র‌্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

জিয়াউর রহমান চৌধুরী জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টা থেকে ৬টা পর্যন্ত মিরপুর সরকারি বাংলা কলেজের সামনের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় সাতজনকে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০০ দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়।

 

সূত্র: কালেরকন্ঠ