মাসুদ আজহারের ভাই ও ছেলেসহ আটক ৪৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযানে জঙ্গি গোষ্ঠীগুলোর ৪৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রওফ এবং ছেলে হামাদ আজহারও রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত ৪৪ জনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় কাশ্মীরে জঙ্গি হামলা চালানো হয়। ওই আত্মঘাতী হামলায় ভারতীয় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে।

এই পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাকিস্তান।