মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ ইব্রাহিম পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি মোহাম্মদ ইব্রাহিমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার উত্তরসূরি কে হবেন, আমরা সেই সিদ্ধান্ত নিতে পারিনি। কারণ এ বিষয়ে রাজার কাছ থেকে অনুমতি নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর কে হবেন, তা ঠিক করতে যত দ্রুত সম্ভব সরকার রাজার সঙ্গে দেখা করবে বলে তিনি জানান।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট মোহাম্মদ ইব্রাহিম ২০১৬ সালে দেশটির প্রধান ব্যাংকের গভর্নর হয়েছিলেন।

১৯৮৪ সালে তিনি ব্যাংকটিতে যোগ দেন, শীর্ষ পদে আসীন হওয়ার আগে ২০১০ সালে তিনি ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গভর্নর পদে প্রার্থীদের তালিকায় ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর নুর শামসিয়াহ মোহাম্মদ ইউনুসের নাম এগিয়ে রয়েছে।