মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মালিতে ফ্রান্সের ড্রোন হামলায় নিহত ৫০

Paris
নভেম্বর ৩, ২০২০ ১০:০৫ অপরাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের ড্রোন হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছে। নিহত সবাই আল কায়দা সদস্য বলে দাবি করেছে ফ্রান্স।

গত শুক্রবার বুরকিনা ফাসো ও নাইজেরিয়ার সীমান্ত এলাকায় হামলা এ হামলা চালানো হয়েছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ড্রোনে দেখা যায়, তিনটি সীমান্ত এলাকায় মোটরসাইকেলে করে প্রচুর বিদ্রোহী যাচ্ছে। এরপর দুইটি মিরাজ যুদ্ধবিমানে করে ফরাসি সেনাকে সেখানে পাঠানো হয়। সেই সঙ্গে একটি ড্রোনও ব্যবহার করা হয় ক্ষেপনাস্ত্র ছোড়ার জন্য।

প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিদ্রোহীদের সঙ্গে আল কায়দা ও সাপোর্ট গ্রুপ ফর ইসলাম অ্যান্ড মুসলিমস(জিআইএসএম)-এর যোগ রয়েছে।

ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রি বলেন, এবার তাদের লক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট বিদ্রোহীদের। তিন হাজার সেনা ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক