মালিক সমিতির দ্বন্ধে নাটোর জেলার সকল রুটে ধর্মঘট চলছে

নাটোর প্রতিনিধি:

নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাথে মোটর মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে জেলার সকল রুটে ধর্মঘটের ডাক দিয়েছে নাটোর বাস মিনিবাস মালিক সমিতি। এতে রাজধানী সহ উত্তরঞ্চল এবং দক্ষিনাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে হঠাৎ ধর্মঘটের কারেন বিপাকে পড়েছে সাধারণ মানুষরা। ছোট ছোট যানবাহনে করে গন্তব্যস্থলে যাচ্ছেন সাধারন মানুষরা।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পর্দার জানান, জেলা মোটর মালিক সমিতির নামের একটি সংগঠন নাটোর-বগুড়া মহাসড়কে চলাচল করা গাড়ীগুলো থেকে অতিরিক্ত চাদা আদায় করে আসছিল। এই নিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগও দেয়া রয়েছে। কিন্তু তারপরও মোটর মালিক সমিতি চাদা তোলা বন্ধ করেনি। এছাড়া মাঝে মধ্যে তারা গাড়ী থেকে যাত্রী নামিয়ে দিয়ে খালি গাড়ী ফেরত পাঠায়। এরই প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটর মালিক সমিতির সভাপতি হাসান আলী বলেন, মোটর মালিক সমিতির কোন গাড়ী নাটোরের ওপর দিয়ে যেতে হলে নাটোর বাস মিনিবাস মালিক সমিতিকে ৩৯০টাকা দিতে হয়। এছাড়া বিভিন্ন অজুহাতে ঢাকা
পর্যন্ত পৌছাতে আরো ১৭’শ টাকা দিতে হয়। অন্যায় ভাবে তারা প্রতিদিনি লাখ লাখ টাকার চাদা তুলছে গাড়ী থেকে। এই নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে উভয়পক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানান নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন।