মালদ্বীপে অনুশীলনে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস টুর্নামেন্ট। এই আসরে অংশ নিতে বাংলাদেশ দল এখন মালদ্বীপে অবস্থান করছে। গতকাল মালদ্বীপে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছে খেলোয়াড়রা।

টুর্নামেন্ট শুরুর আগে মাত্র একদিন সময় পাওয়ায় অনুশীলনের সুযোগ হাতছাড়া করতে চায়নি বাংলাদেশ।

যেকারণে কাল হোটেলে পৌঁছে খানিক বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়ে। দলের অনুশীলনের ব্যাপারে কোচ মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমকে বলেছেন,’ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে খেলোয়াড়রা রাতেই অনুশীলনে করেছে। এটা ভালো দিক। মূলত এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। আশা করছি, খেলোয়াড়রা ভালো ফল করতে পারবে। ‘

দলের খেলোয়াড় ঐশী রহমানের চোখ সোনা জয়ে। আরো বেশি পদক জিততে চান তিনি, ‘ঢাকায় আমাদের অনেক দিনের অনুশীলন হয়েছে, প্রায় দেড় বছরের মতো। এখানে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ সোনার জন্য লড়াই করবো। আগের চেয়ে বেশি পদক জেতার চেষ্টা থাকবে। ‘ টুর্নামেন্ট চলবে ১১মে পর্যন্ত।

 

সূত্রঃ কালের কণ্ঠ