মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরান থেকে গ্যাস নেবে ওমান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওমানের তেল ও গ্যাসবিষয়কমন্ত্রী মুহাম্মাদ বিন আর-রুমহি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এবং ওমানের মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। পাইপলাইনটি নির্মাণ হলে ইরান থেকে গ্যাস আমদানি করবে ওমান।

প্রাকৃতিক গ্যাস রফতানির বিষয়ে ওমানের সঙ্গে পাঁচ বছর আগে ইরান একটি সমঝোতা স্মরক বা এমওইউ সই করেছে। ওই সমঝোতার আওতায় সমুদ্রভিত্তিক পাইপলাইন প্রকল্পের কাজ শেষ হলে পারস্য উপসাগর থেকে ওমানে গ্যাস রফতানি করা হবে।

মুহাম্মাদ বিন রুমহি বলেন, প্রকল্প নির্মাণের জন্য আগ্রহী কোম্পানিগুলোর কাছে দরপত্রের তথ্যাদি পাঠানো হয়েছে। তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানার জন্য তার দেশ অপেক্ষা করছে।

ইরান বছরে ১৫ লাখ টন গ্যাস উত্তোলন করবে। পাইপলাইন দিয়ে সেই গ্যাস ওমানে রফতানি করা হবে। যে পাইপলাইন নির্মাণ করা হবে তাতে প্রতিদিন গ্যাস পরিবহনের ক্ষমতা থাকবে ১৫০ কোটি ঘনফুট।