শনিবার , ১২ মার্চ ২০২২ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মারিউপোলের পূর্ব উপকণ্ঠের দখল নিল রাশিয়া

Paris
মার্চ ১২, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ মারিউপোল শহরের পূর্ব উপকণ্ঠের দখল নিয়েছে রাশিয়ার সেনারা। খবর আল জাজিরার।

ফেসবুকে দেওয়া এক পোষ্টে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়ান সেনাবাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল মারিউপোল  ও পূর্বে অবস্থিত সেভারদোনেস্কের দখল নেওয়া।

গত দুই সপ্তাহ ধরে  মারিউপোলকে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ান সেনারা।

আর তাদের এ অবরোধের কারণে বিদ্যুৎ, পানি ও গ্যাস ছাড়া মানবেতর জীবনযাপন করছে মারিউপোলের বাসিন্দারা।

শহর থেকে সাধারণ বেসামরিক লোকদের বের করে নেওয়ার জন্য কয়েক দফা যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল রাশিয়া ও ইউক্রেন।

কিন্তু শহরটি থেকে মানুষদের বের করে নেওয়া সম্ভব হয়নি। যখনই  যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তার কয়েকঘণ্টা বাদেই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে দুই পক্ষ।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যখনই সাধারণ মানুষদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়েছে তখনই রাশিয়ার সেনারা গোলাবর্ষণ করেছে।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেন যুদ্ধবিরতির নিয়ম ভঙ্গ করেছে।

মারিউপোল ইউক্রেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি শহর। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র এ শহরটি। ফলে মারিউপোল রাশিয়ার হাতে চলে গেলে ইউক্রেনের জন্য তা হবে বড় একটি ক্ষতি।

রুশ সেনারা মারিউপোলের পূর্ব উপকণ্ঠে চলে আসায় শহরটি দখল করার সব চেষ্টা এখন তারা করবে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত