শুক্রবার , ১১ জানুয়ারি ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মামলা করার জন্য নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহে বিএনপি

Paris
জানুয়ারি ১১, ২০১৯ ৬:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক অনিয়মের অভিযোগের তথ্য-উপাত্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাছে তথ্য চেয়ে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতেই এ তথ্য জমা নেয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি। খুব শিগগিরই মামলা করা হবে বলেও জানিয়েছেন দলের নেতারা।

নানা অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ এনে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।

এরপর গত ৩ জানুয়ারি দল ও জোটের প্রার্থীদের ঢাকায় ডেকে অনিয়ম ও কারচুপির আসনভিত্তিক তথ্য চায় বিএনপি। একই সঙ্গে দেয়া হয় চিঠি।

তারই পরিপ্রেক্ষিতে তথ্য উপাত্ত জমা দিতে শুরু করেন বিএনপি, ২০ দল ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে ১২০ জন প্রার্থী অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য জমা দিয়েছেন।

প্রার্থীরা জানান, নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের দিন ও পরবর্তী সময় পর্যন্ত যেসব ধ্বংসাত্মক কাজ, অনিয়ম, সন্ত্রাস, নির্যাতন চালানো হয়েছে, যেসব মামলা-মোকদ্দমা করা হয়েছে সেসবের তথ্য সংগ্রহ করেছেন তারা।

উচ্চ আদালতে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ও একাদশ জাতীয় নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে শিগগিরই মামলা করা হবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, যিনি নির্বাচিত হয়েছেন তিনি আইনসম্মতভাবে হননি, তার পদটি বাতিল করে যিনি আবেদন করেছেন তাকে সংসদ সদস্য ঘোষণা করা যেতে পারে অথবা পুরো নির্বাচনটিই বাতিল চেয়ে পুনঃতফসিল ঘোষণার দাবি করা যেতে পারে।

নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে আবারো নির্বাচনের দাবি জানানো হবে বলেও জানান বিএনপি নেতারা।

 

সর্বশেষ - রাজনীতি