মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

করোনায় আক্রান্ত হয়ে মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যুসংবাদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদে বলা হয় শুক্রবার বিকালে এমস হাসপাতালে করোনায় আক্রান্ত ছোটা রাজন মারা গেছেন। এর আগে গত ২৬ এপ্রিল দিল্লির এমসে তাকে ভর্তি করানো হয়েছিল।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশ বলছে, তার মৃত্যুর বিষয়টি সঠিক নয়।তিনি এখনো বেঁচে আছেন।

২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার হওয়ার পর দিল্লির তিহারের জেলে রাখা হয়েছিল এই কুখ্যাত ডনকে। ২৬ এপ্রিল তিহার জেল কর্তৃপক্ষ জানায়, ছোটা রাজন করোনায় আক্রান্ত। এরপরেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ছোটা রাজনের বিরুদ্ধে খুন, অপহরণসহ কমপক্ষে ৭০টি মামলা চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সূত্র: এনডিটিভি।