মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মান্নার আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মান্নার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি।

মান্নার পুরো নাম এস এম আসলাম তালুকদার। তার জন্ম ১৯৬৪ সালের ১৪ এপ্রিল, টাঙ্গাইলের কালিহাতীতে। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ওই বছরেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘তওবা’। ২৪ বছরের ক্যারিয়ারে প্রায় সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন ‘ঢালিউডের এই যুবরাজ’।

মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য হলো ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’, ‘বীর সৈনিক’ ইত্যাদি।

মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। ‘বীর সৈনিক’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন