মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ইউনিয়ন পর্যায়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে শনিবার বিকেল ৫টায় উপজেলার সতীহাট কেটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, মান্দা মমিন সাহানা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেওয়ান একরামুল হক বাচ্চু, প্রধান সমন্বয়কারী-পিকেএসএফ প্রধান কার্যালয় আব্দুল করিম, উপ-প্রধান সমন্বয়কারী-পিকেএসএফ প্রধান কার্যালয় মনসুর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার পিকেএসএফ প্রধান কার্যালয় আব্দুল লতিফ মিয়া, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী আব্বাস আলী, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, সতীহাট কেটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল, দারাজতুল্লাহ প্রামানিক, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা ফাহামিদা খাতুন, প্রোগ্রাম অফিসার (প্রবিন) মামনুর রশিদ, সমৃদ্ধি উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলীসহ নওগাঁ অঞ্চলের সকল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার এবং সতীহাট শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

স/শা