মান্দায় জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধীতার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে নাশকতা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দোডাঙ্গী গ্রামের মৃত জিয়ারতুল্যা সোনারের পুত্র রিয়াজ উদ্দিন অভিযোগ করে জানান- দোডাঙ্গী মৌজায় খতিয়ান নং-১৪৬, দাগ নং- ৩৯৯, ০৮ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে।

এদিকে ওই বিষয়ে থানায় এজাহার দায়ের করেছেন বলে জানিয়েছেন নওগাঁর মান্দা উপজেলার দোডাঙ্গী গ্রামের মৃত জিয়ারতুল্যা সোনারের পুত্র রিয়াজ উদ্দিন।
থানায় দায়ের করা এজাহার এবং এজাহারকারীর মাধ্যমে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই বেলালের স্ত্রী সুফিয়া বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারনে নিষেধ করায় পূর্ব পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতা ও পারিবারিক দন্দ্বের জের ধরে রাস্তায় প্রতিবন্ধকতা, জমি জবর দখল, গাছ কর্তন, মারপিট, খুন-জখম, গালি-গালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান অব্যাহত রেখেছে দোডাঙ্গী গ্রামের মৃত আলহাজ্ব জেহের আলী প্রাং এর পুত্র ময়েন উদ্দিন (৩০), জামাল উদ্দিন (৪৫), জালাল উদ্দিন (৫০), কালাম উদ্দিন প্রাং (৬০), আলাউদ্দিন (৫৫), জেহের আলীর স্ত্রী মরিয়ম বেওয়া (৫২) ময়েন উদ্দিনের স্ত্রী সাথী (৩৫), মৃত কামাল হোসেনের স্ত্রী মৌসুমী (৪০), কালাম হোসেনের স্ত্রী আয়েশা (৫৫)।
এক পর্যায়ে গত ২০শে ফেব্রুয়ারী আমার ছোট ভাই বেলালকে দেশীয় ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে বাম পায়ের হাঁটুর নিচে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করায় আমার ছোট ভাই বেলাল স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে আমাদের পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতার সঙ্কা করছেন।

এ ব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স/শ