মান্দায় ইজারাকৃত বিলের মাছ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শালদহ বিলের মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। পাহারাদারকে প্রাণনাশের হুকি দিয়ে কয়েক লাখ টাকার মাছ চুরি করা হয়েছে। এব্যাপারে বিলেরর ইজারাদার মৎস্য চাষী উৎপল কুমার বারিক বাদি হয়ে ২০ থেকে ৩০জনের নামে মান্দা থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, মান্দার তেতুলিয়া ইউপির শালদহ ১৬৬ নম্বর বিলটি সরকারী নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে বিল উৎরাইল সমবায় সমিতি লিমিটেড পান। তারা বিলটি পাওয়ার পর মৎস্য চাষী উৎপল কুমার বারিকসহ কয়েকজনকে ইজারা দেন। ইজারা নিয়ে বিলে বিভিন্ন প্রজাতির ২০ লাখ টাকার মাছ ছাড়েন তারা। মাছ ছাড়ার পর গত ৩০জুলাই কতিপয় ব্যক্তি পলাশবাড়ী গ্রামের মৃত বিজয় কুমারের পুত্র বাবুল কুমার একই গ্রামের সতিশের পুত্র সুজন, রুয়াই গ্রামের মৃত কার্তিকের পুত্র দিলিপ কুমার, শালদহ গ্রামের কৃঞ্চ চরনের পুত্র বাসুদেব, একই গ্রামের মৃত কানাই লালের পুত্র সুনান্দন ও খুদু বারিকের পুত্র অর্জন বারিক, ভাঁরশো গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রফিকুল ইসলাম, একই গ্রামের মৃত নীলচাদের পুত্র উংগি, মোহাম্মাদ আলীর পুত্র জাহাঙ্গীরসহ ২৫ থেকে ৩০ জন রাঁতের আধারে বিলের মাছ চুরি করেন।

ইজারাদার উৎপল কুমার বারিক জানান, শালদহ বিলটি দরপত্রের মাধ্যমে বিল উৎরাইল মৎস্য সমবায় সমিতি লিমিটেডের আমাদেরকে লীজ দিয়েছে। আমরা সে মোতাবেক মাছ ছেড়ে চাষাবাদ করছি। কিন্তু বাবুল ও সুজনসহ অনেকে নানা ভাবে হুমকি প্রদান করছেন এবং গত ৩০ জুলাই রাতে মাছ মেরেছে। প্রায় ৮ লাখ টাকার মাছ তুলে নিয়েছে তারা। এছাড়াও তারা প্রতি নিয়তই হুমকি ধামকি দিচ্ছেন। তারা আইন কানুন কোন কিছুই মানছে না। অভিযোগ করার পর থানা পুলিশ এসে সতর্ক করে দিয়েছে।

অভিযুক্ত বাবুল, সুজন সহ তারা জানান, বিলটি উন্মুক্ত থাকলে অনেকেই মাছ মেরে জীবিকা নির্বাহ করত। সরকার লীজ দিয়েছে আপনারা লীজ বাতিল করেন জানতে চাইলে তারা কোন সদ উত্তর দিতে পারেন নি।

মান্দা থানার তদন্ত কারী কর্মকর্তা এস আই শামিম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল গিয়ে সতর্ক করা হয়েছে। এরপরও এমন ঘটনা ঘটলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।