মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন চায় না। মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়। শেখ হাসিনাকে বিদায় দেয়াই সেই ভ্যাকসিন।

 

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, মানুষ এখন মানসম্মান নিয়ে মরতে চায়। ধর্ষণ করোনার চেয়ে বিপজ্জনক হয়ে গেছে। তাই মানুষ ধর্ষণের ভ্যাকসিন চায়।

রক্ত ও জীবন দিয়ে গণতন্ত্রের অধিকার আদায় করতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, দেশ স্বাধীন হয়েছে জীবন ও রক্ত দিয়ে। গণতন্ত্রকেও তা দিয়ে রক্ষা করতে হবে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী নির্যাতনের হার, ধর্ষণের হার যে বেড়ে গেছে তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটি একটি বিরল ঘটনা। এ বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সব ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজ এই সরকার শুধু নারী নির্যাতন-ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এ দায় তারা এড়াতে পারে না।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। গায়ের জোরে বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেও জেল হয়।

 

সূত্রঃ যুগান্তর